পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। তবে সেখানে আঘাত হানার পর তার গতি কিছুটা কমে এসেছে বলে ভারতের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
Advertisement
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপ হয়ে স্থলভাগে ঢুকে পড়ে বুলবুল। এরপর থেকে সুন্দরবন বদ্বীপ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশের খেপুপাড়ার দিকে এগিয়ে আসছে।
আগামী তিন-চার ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় বুলবুলের স্থলভাগে আছড়ে পড়ার গোটা প্রক্রিয়াটি শেষ হবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড় বুলবুলের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারের কাছাকাছি। স্থলভাগে আছড়ে পড়ার সময় কিছুটা শক্তি হারিয়ে ফেলবে। ইতোমধ্যে স্থলভাগে প্রবেশের পরেই অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় থেকে শুধুমাত্র ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বুলবুল।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের বাতাসের গতিবেগ কমে ১৩০ থেকে ১১০ কিলোমিটার বেগে নেমে এসেছে।
Advertisement
আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আয়েশা খাতুন জানান, ঘূর্ণিঝড়টি বর্তমানে উপকূলের ২১০ থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। দুপুরের দিকে ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ছিল ১৩০ থেকে ১৫০। বিকেলে তা কমে ১২০ থেকে ১৪০ কিলোমিটারে নেমে আসে। বর্তমানে ১১০ থেকে ১৩০ কিলোমিটার ঘণ্টায় এর গতিবেগ রয়েছে। এভাবে গতিবেগ কমতে কমতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার এলে ঘূর্ণিঝড়টি প্রশমিত হয়ে যাবে।
আবু আজাদ/এমএসএইচ