অর্থনীতি

তোফায়েল আহমেদ ফাউন্ডেশনকে দেয়া হলো করছাড়

তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের সকল প্রকার আয়কে আগামী পাঁচ বছর আয়কর প্রদান হতে অব্যাহতি দিয়েছে সরকার।

Advertisement

গত ৪ নভেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের সকল প্রকার আয়কে উক্ত অর্ডিন্যান্সের অধীন আরোপীয় আয়কর প্রদানে পাঁচ বছর অব্যাহতি প্রদান করল।

তবে এ জন্য সংস্থাটিকে বেশকিছু শর্ত পালন করতে হবে। শর্তগুলো হচ্ছে- তোফায়েল আহমেদ ফাউন্ডেশনকে অর্ডিন্যান্সের সেকশন ৭৫-এ নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

Advertisement

এছাড়া এ প্রজ্ঞাপনের মাধ্যমে কর অব্যাহতিপ্রাপ্ত আয় ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে।

এমইউএইচ/বিএ/পিআর