হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।বানিয়াচং থানা পুলিশের ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও এলাকাবাসী জানান, মন্দরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছু মিয়া ও বর্তমান মেম্বার আলফি মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে সামছু মিয়ার লোকজন মন্দরী গ্রাম সংলগ্ন হাওর এলাকার একটি জমি দখল করতে গেলে আলফি মিয়ার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই গ্রামের জয়নাল মিয়া নিহত হয়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে এনে আহতদের সদর হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।সৈয়দ এখলাছুর রহমান খোকন/ এমএএস ইন/এমএস
Advertisement