দেশজুড়ে

৪৫ যাত্রী নিয়ে পুকুরে বিয়ের বাস

নোয়াখালীর সুবর্ণচরে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

এতে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি পাড়ে তুলে তাতে তল্লাশি চালিয়ে কোনো মরদেহ পাওয়া যায়নি।

সুবর্ণচর ফায়াস সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির ও চরজাব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, বিয়ের বাসটি হাতিয়া উপজেলার টাংকির খাল এলাকা থেকে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে সুবর্ণচর এলাকার চরওয়াপদা এলাকার থানারহাটে আসার সময় রাত পৌনে ৮টার দিকে সুবর্ণচর উপজেলার খাসের হাট রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় বেশিরভাগ যাত্রীরা বাসের গ্লাস ভেঙে বের হতে সক্ষম হন।

খবর পেয়ে স্থানীয়রা, চরজব্বর থানা পুলিশ, সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুই শিশুসহ ৯ জনকে আহত অস্থায় উদ্ধার করে প্রথমে চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পাঁচজনকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুকুরে কোনো মরদেহ আছে কি-না তা নিশ্চিত হতে উদ্ধার কাজ চলছে।

Advertisement

মিজানুর রহমান/আরএআর/এমএস