বিদেশের মাটিতে ভীষণ কষ্টে দিন কাটছিলো তার। বাড়িতে মা ও দুই ছোট ভাইকে রেখে বিদেশ গিয়েছিলেন তিনি। ছোট ভাই ও মাকে কখনো তার কষ্টের কথা বলেননি। কারণ নিজের জীবনের কষ্টের কথা শুনে মা ও ছোট ভাইদের মন খারাপ হবে।
Advertisement
কষ্টের উপার্জনের টাকা বাড়িতে পাঠান। সেই টাকায় সংসার চলে। টিকে থাকতে না পেরে এক সময় দেশেই ফিরতে হয় তাকে। প্রবাসীদের সুখ, দুঃখ, পারিবারিক টানাপড়েন, মায়ের মমতা এসবকে কেন্দ্র করে এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিদেশ ফেরত’। নাটকটিতে বড় ভাই মোরশেদ চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান।
রুহুল আমিন পথিক রচিত নাটকটি পরিচালনাও করেছেন শামীম জামান। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত হলেও গল্পে কিছুটা ভিন্নতা থাকছে। এখানে থাকছে প্রবাসীদের জীবন যাপনের আবেগী দৃশ্যগুলো। দেশ ও নিজের পরিবারের আপনজনদের ভালো রাখার দায়িত্ব নিয়ে বিদেশে আসা মানুষদের দিনযাপনের চিত্রও এখানে থাকবে। অন্যের জন্য উৎসর্গ করে দেয়া প্রবাসীদের হাসি-কান্না দর্শকের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন জামিল হোসেন, লাবন্য লিজা, ফারজানা রিক্তা, কেয়া মনি, নীলা ইসলাম, রিদুয়ানা রিদু, শাহীন সিনান প্রমুখ। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
Advertisement
এমএবি/এলএ/এমকেএইচ