আন্তর্জাতিক

স্বর্ণ-হিরা বসানো কমোডের দাম ১০ কোটি টাকা

চোখ ধাঁধানো স্বর্ণ আর হিরা দিয়ে তৈরি কমোড। প্রায় ৪০ হাজার হিরা ব্যবহার করা হয়েছে এই কমোড তৈরিতে। সাংহাইয়ের দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে প্রকাশ্যে আনা হয়েছে ব্যয়বহুল এই কমোডটি। স্বর্ণ ও হিরার তৈরি এই কমোডের আনুমানিক দাম ১০ কোটি টাকার বেশি।

Advertisement

হংকংয়ের একটি জুয়েলারি ফার্ম এই কমোডটির ডিজাইন তৈরি করেছে। সংস্থাটির নাম করোনেট। বুলেটপ্রুফ কাচ এবং ৩৩৪ দশমিক ৬৮ ক্যারাটের প্রায় ৪০ হাজার ৮১৫ টি হিরা বসানো হয়েছে এই কমোডে।

সবচেয়ে বেশি হিরা বসানো টয়লেটের ক্যাটাগরিতে গিনেস বুকে নাম তুলতে চায় এই কমোডের প্রস্তুতকারী সংস্থাটি। ওই আন্তর্জাতিক সম্মেলনে ৪০০ ক্যারেটের হিরা বসানো একটি গিটারেরও প্রদর্শনী করা হয়েছে।

ওই গিটারটির দাম প্রায় ২ মিলিয়ন ডলার। হিরা বসানো গোলাপি একটি হাই হিল জুতাও রয়েছে এই তালিকায়, যার দাম ৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার।

Advertisement

A gold toilet decorated with 40,815 pieces of 334.68-carat diamond on its bullet-proof glass lid is on display at the 2nd China International Import Expo in Shangha. The toilet is expected to set a Guinness World Record on the afternoon of Nov. 6, local media reported. pic.twitter.com/Kh9kqRumar

— China News(@Echinanews) November 5, 2019

টিটিএন/জেআইএম