দেশজুড়ে

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ফজল মিয়া (১৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজল মিয়া ওই গ্রামের বজলু মিয়ার ছেলে।

Advertisement

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হরিপুর গ্রামের ফজল মিয়া ও একই গ্রামের সালমান মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধের জের ধরে তাদের মধ্যে ঝগড়া হয়। বুধবার সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের পক্ষ নিয়ে উভয়ের স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ফিকলের (স্থানীয়ভাবে তৈরি দেশীয় অস্ত্র) আঘাতে ফজল মিয়া আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম জানান, পূর্ববিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/জেআইএম

Advertisement