জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
Advertisement
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্জের বাসভবনের সামনে আসেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন ।
এদিকে আন্দোলনের মুখে উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে এখন মুখোমুখি অবস্থানে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। এ অবস্থায় যে কোনো সময় পুলিশি হামলার আশঙ্কা করছেন আন্দোলনকারীরা।
তাদের নিরাপত্তার জন্য আন্দোলনকারী শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মাঝামাঝি অবস্থান করছেন।
Advertisement
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্জ অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ফের তার বাসভবনে অবস্থান নেয়া হবে বলেঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন। জাবির পুরনো প্রশাসনিক ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত এক সংহতি সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
ফারুক হোসেন/এমএমজেড/পিআর