আন্তর্জাতিক

উৎসাহ-উদ্দীপনায় ভারতে ঈদুল আজহা উদযাপিত

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা শুক্রবার ভারতে ঐতিহ্যবাহী চেতনায় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। মুসল্লিরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। দিল্লীতে ঈদের নামাজ আদায় করার জন্য বিপুল সংখ্যক মুসল্লি সকালেই বিখ্যাত জামে মসজিদ, শাহী ফতেহপুরী মসজিদ ও ঈদগাহতে সমবেত হন। পরে তারা ভেড়া, ছাগল, উট কোরবানি এবং পরিবারের সদস্য, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা উপলক্ষে জনগণকে অভিনন্দন জানিয়েছেন। এক বাণীতে প্রণব মুখার্জী বলেন, এই উৎসব আনন্দ ভাগাভাগির এবং অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত, কষ্টে জীবন যাপনকারী ও অভাবীদের জন্য একটি উপলক্ষ হয়ে উঠুক। রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা সকল সম্প্রদায় ও অঞ্চলের মানুষকে বহুমাত্রিক সভ্যতার উৎসবে ঐক্যবদ্ধ করবে। উপ-রাষ্ট্রপতি আনসারী বলেন, ঈদুল আজহা সমাজে ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনার প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। একে

Advertisement