ক্যাম্পাস

‘ছাত্রলীগ মারছিল আর উপাচার্যপন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছিলেন’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার সময় পাশে থাকা উপাচার্যপন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছিলেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভগের শিক্ষার্থী আশফার রহমান নবিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের সুশৃঙ্খল আন্দোলনে হঠাৎ হামলা করে। আমাদের যখন ছাত্রলীগের ছেলেরা মারধর শুরু করে তখন পাশে উপাচার্যপন্থী শিক্ষকেরা পাশে দাঁড়িয়ে উসকানি দিচ্ছিলেন। পরে ছাত্রীদের ওপরেও যখন হামলা করা হয় তখন ওই শিক্ষকেরা হাততালি দিচ্ছিলেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এই শিক্ষার্থীসহ গতকাল হামলার শিকার শিক্ষকেরা হামলার নির্মম বর্ণনা দেন।

এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্র-ছাত্রীরা বেরিয়ে এসে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে দুপুর ১২টার দিকে সংহতি সমাবেশ শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশ গতকাল হামলার শিকার শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনার বর্ণনা দেন।

Advertisement

ফারুক হোসেন/আরএআর/এমকেএইচ