চট্টগ্রাম নগরের এক্সেস রোডে রাস্তার পিচ ঢালাইয়ের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিটুমিনবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Advertisement
মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে আগ্রাবাদে লাকী প্লাজার পিছনের এক্সেস রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক্সেস রোডে রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোকজন। এ সময় দুর্ঘটনাবসত বিটুমিনবাহী একটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের তিনটি গাড়ি আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত শনিবার (৩ নভেম্বর) আগ্রাবাদ বেপারী পাড়ার মুখে একইভাবে বিটুমিনের আরও একটি গাড়িতে আগুন লেগেছিল।
Advertisement
আরএস/জেআইএম