জাতীয়

ভোট দেয়া সবার রাষ্ট্রীয় অধিকার : মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোট দেয়া প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় অধিকার। এতদিন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা যায়নি। এখন ভোটার তালিকায় নিবন্ধিত হয়ে দেশের সঙ্গে আপনাদের (প্রবাসী) সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং অন্যদিকে দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা আরও বাড়বে।

Advertisement

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অন্য নির্বাচন কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এতে উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভোটার করার কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

প্রায় ৯০ লাখ ভোটারযোগ্য বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

Advertisement

মাহবুব তালুকদার বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের ইতিহাসে আজ এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠান শুধু নির্বাচন কমিশনের জন্য নয়, সমগ্র জাতির জন্য এক গৌরবময় দিন। এ কার্যক্রমের প্রথম দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নেয়ায় আপনারা (মালয়েশিয়া প্রবাসী) সবাই আমাদের গৌরবের অংশীদার।

তিনি বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশ দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্র। আমাদের দুই দেশ অনেক ক্ষেত্রে ইতিহাসের বন্ধনে আবদ্ধ। দুই দেশের রয়েছে অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। মধ্যযুগেও তদানীন্তন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য চালু ছিল। আজও দুই প্রতিবেশী দেশ বহুমাত্রিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা কর্মসূত্রে মালয়েশিয়ায় বসবাস করছেন, তারা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখছেন। মালয়েশিয়ার উন্নয়নে অংশ নিয়ে বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের মাধ্যমে আপনারা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। এ জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ।

প্রবাসীরা যেভাবে ভোটার হবেন, জেনে নিন

Advertisement

এইচএস/জেডএ/জেআইএম