ইরাকে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে পুলিশ। এতে নতুন করে আরও তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। সোমবার রাতে বিক্ষোভকারীরা দেশের দক্ষিণাঞ্চলে জড়ো হলে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছুড়তে শুরু করে।
Advertisement
গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এটাই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। শাতরা এলাকায় পুলিশের গুলিতে আরও ১২ জন আহত হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুলির আঘাতে দু'জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। অপরদিকে উম কাসর এলাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে কমপক্ষে এক বিক্ষোভকারী নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনে হামলার চেষ্টা চালিয়েছিল। এদিকে, গত সোমবার শিয়া অধ্যুষিত নগরী কারবালায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা।
Advertisement
গত অক্টোবরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। তখন থেকে এখন পর্যন্ত চলমান এই বিক্ষোভে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। গত দু'দিনে রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছে।
টিটিএন/পিআর