নওগাঁ নওযোয়ান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামাতের নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৮টায়। তবে সকাল ৭টা থেকে মাঠে মুসল্লিরা আসতে থাকেন। সকাল ৮টায় ঈদগাহ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর কাতার বাড়তে থাকলে তা প্রধান সড়ক পর্যন্ত পোঁছে যায়। এখানে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ। জামাতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু, সদর সংসদ সদস্য আব্দুল মালেক, জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র আব্দুল ওয়াহাব, আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দিন জলিল জনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিগণ। এছাড়াও নামাজ অনুষ্ঠিত হয়েছে হাট নওগাঁ ঈদগাহ, পার নওগাঁ ঈদগাহসহ কয়েকটি ঈদগাহ মাঠে। অপরদিকে আহলে হাদিস সম্প্রদায়ের পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের প্যারিমহন লাইব্রেরি সংলগ্ন মাঠে।এমএএস/পিআর
Advertisement