রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চামড়া ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-১০, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রাসেলুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর মাদ্রাসা রোডস্থ এলাকায় ১৬/১, চার তলা বাড়ির ভেতর থেকে তাদের আটক করে। আটকরা হলেন, মো. সুমন হাওলাদার (২২), মো. রিয়াজ মোর্শেদ বাপ্পী (৩২) ও মো. আশরাফুল ইসলাম শাকিল (২১)। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব-১০ জানায়, আটককৃতরা সন্ত্রাসী ও স্থানীয় চাঁদাবাজ জামালের সহযোগী। তারা কুরবানির পশুর চামড়া ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ নাজমুল হাসান। তিনি জানান, কদমতলী থানাধীন মুরাদপুর মাদ্রাসা রোডস্থ এলাকায় ১৬/১, চার তলা বাড়ির ভেতরে সন্ত্রাসী ও চাঁদাবাজ জামাল তার সহযোগীদের নিয়ে কুরবানির পশুর চামড়া ছিনতাইয়ের জন্য গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা তাদের তিনজনকে আটক করতে সমর্থ হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জামালসহ অন্যরা পালিয়ে যায়। তবে জামালকে আটক করতে সর্বাত্বক প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।জেইউ/এসকেডি/এমএস
Advertisement