দেশজুড়ে

কর্ণফুলি ইপিজেডে বিপুল পরিমাণ মদ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলি ইপিজেডের (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) এইচ অ্যান্ড কোম্পানি লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম উপ-অঞ্চলের একটি দল। শনিবার বিকেল ৪টা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন এর নেতৃত্বে এ মদ উদ্ধার করা হয়।  এ সময় কোম্পানিটির ৬ কর্মকর্তা-কর্মচারিকে আটক করা হয়। আটকরা হলেন- কোম্পানির হিসাবরক্ষক বোরহান উদ্দিন, বিপনন কর্মকর্তা শোয়েব বিন জামাল, স্টোর কিপার ইসমাঈল, খাদ্য সরবরাহকারী জুয়েল রানা, পিয়ন খোকন এবং ড্রাইভার আবু তালেব ও মিজান।আসলাম হোসেন জানান, প্রাথমিক গণনায়  ৪২ হাজার ৬৫৬ বোতল মদের হিসাব পাওয়া গেছে। অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। অভিযানের সময় র‌্যাব-৭ এর একটি দল এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।

Advertisement