দেশজুড়ে

খুলনায় পালিত হচ্ছে ঈদুল আজহা

যথাযোগ্য মর্যাদায় খুলনায় ঈদুল আজহা পালিত হচ্ছে। টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ঈদগাহগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। আর সে কারণে নগরীর প্রায় সব মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে নগরীকে সাজানো হয় নানা সাজে।শুক্রবার সকাল ৮টায় বিভাগের প্রধান জামাত নগরীর টাউন জামে মসজিদে অনুুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে নগরীর সার্কিট হাউজ ময়দানে পানি জমে থাকায় ঈদের প্রধান জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয়।  প্রধান জামাতে ইমামতি করেন টাউন মসজিদের পেশ ইমাম ও খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রধান জামাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এছাড়া বিভিন্ন ঈদগাহ, মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয় মাঠসহ নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।একই সঙ্গে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকার মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে কুশল বিনিময় করেন।আলমগীর হান্নান/এসকেডি/এমএস

Advertisement