খেলাধুলা

খুলনায় লঙ্কানদের বিপক্ষে নাবিল-আলভির ব্যাটে ঝড়

প্রথমদিন ফাস্ট মিডিয়াম বোলার শাহিন আলমের বিধ্বংসী বোলিংয়ে ১৮৪ রানেই অলআউট শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দল। একাই ৭ উইকেট নেন শাহিন আলম। জবাব দিতে নেমে বাংলাদেশের যুবাদের ব্যাটে রীতিমত ঝড় উঠেছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান। ১৩৭ রানে এগিয়ে রয়েছে যুবারা।

Advertisement

ব্যাট করতে নেমে ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল আর মিডল অর্ডারে আলভি হক ও অধিনায়ক শাহাদাত হোসেনের ব্যাট কথা বলে লঙ্কান বোলারদের বিপক্ষে।

প্রান্তিক নওরোজ আলভির জন্য একটু আফসোস। কারণ ১৮১ বল মোকাবেলা করে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। ৯৮ রান করে আউট হয়ে যান। অন্য ওপেনার সাজ্জাদ হোসেন আউট হন ২৬ রান করে।

প্রিতম কুমার ৬ রান করে আউট হয়ে গেলে নাবিলের সঙ্গে জুটি বাধেন আলভি। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৩৫ রানের জুটি। দলীয় ১৮৩ রানের মাথায় আউট হয়ে যান প্রান্তিক নওরোজ নাবিল। ২২৬ বল খেলে ৭২ রান করেন আলভি হক।

Advertisement

শাহাদাত হোসেন করেন ১২১ বলে ৫০ রান। শেষ দিকে অবশ্য ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি। অমিত হাসান ১৮ রানে আউট হন। ১৫ রান নিয়ে উইকেটে রয়েছেন মেহরাব হাসান এবং ৩ রান নিয়ে রয়েছেন আশিকুর রহমান রুহিত।

আইএইচএস/জেআইএম