রাজধানীর রাজারবাগে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত (অতিরিক্ত আইজিপি) মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান।বাংলাদেশ পুলিশ প্রধান এ. কে. এম শহীদুল হক দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোখলেসুর রহমান।শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তিনি এই জামায়াতে অংশ নেন বলে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান জানিয়েছেন।তিনি বলেন, “নামাজ শেষে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।”অন্যদিকে, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদও শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ঈদের জামায়াতে অংশ নেন।র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, ডিজি মহাদয় রাজারবাগে নামাজ শেষে উত্তরা র্যাব-১ এলাকায় ব্যক্তিগত কোরবানি সম্পন্ন করেন। দুপুরে র্যাব সদর দফতরে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নেবেন।বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল জানান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ও মীর রেজাউল আলম (অপারেশন্স) সহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ভারপ্রাপ্ত আইজিপির সঙ্গেই পুলিশ লাইন্স মাঠে নামাজ আদায় করেন।জেইউ/এসকেডি/এমএস
Advertisement