অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে চট্টগ্রামের খাতুনগঞ্জের চার আড়তদারকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (৩ নভেম্বর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
তিনি জাগো নিউজকে জানান, জরিমানা করা আড়তগুলোতে মিয়ানমার থেকে অপেক্ষাকৃত কম দামে আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স সৌমিক ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স হাজী অছিউদ্দিন সওদাগরকে ৪০ হাজার ও মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, বিভিন্ন আড়ত ঘুরে মিয়ানমারের পেঁয়াজ ৯০ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমানে মিয়ানমারের প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য ৪২ টাকা। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। ভারতের পেঁয়াজের ঘাটতি রয়েছে প্রচার করে অসাধুরা বাজারকে অস্থিতিশীল করে রাখছে।
Advertisement
আবু আজাদ/বিএ/এমএস