দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করেছেন ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
Advertisement
রোববার সকালে দুদকের শুভেচ্ছা দূত সাকিব সেগুনবাগিচার কার্যালয়ে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান করেন বলে সাংবাদিকদের জানান দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের পরিচালক নাসিম আনোয়ার সাকিবকে গেট থেকে স্বাগত জানিয়ে তিনতলায় দফতরে নিয়ে যান। তবে সাকিব সাংবাদিকদের সামনে কোনো কথা বলেননি।
দুদকের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, দুদকের শুভেচ্ছা দূত সাকিবকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়েছে। তিনি দুদক চেয়ারম্যানের কক্ষে আধা ঘণ্টার মতো অবস্থান করেন।
Advertisement
সাকিবের দুদকে যাওয়ার কারণ জানতে চাইলে দুদকের মুখপাত্র সাংবাদিকদের বলেন, সাকিব ২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। পূর্বনির্ধারিত একটি বিষয়ে চেয়ারম্যান স্যারের সঙ্গে আলোচনার জন্য তিনি এসেছিলেন।
সাকিবের সঙ্গে দুদক চেয়ারম্যানের আলোচনার বিষয়বস্তু বা এ সাক্ষাতের সঙ্গে ক্রিকেটে সাকিবের নিষিদ্ধ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে দুদকের কোনো কর্মকর্তা কিছু বলেননি।
তবে দুদক সূত্রে জানা যায়, সাকিব আল হাসান দুদক শুভেচ্ছা দূত। তাকে আইসিসির নিষেধাজ্ঞার পর শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই আলোচনার জন্য দুদকে ডাকা হয়েছে।
এফএইচ/বিএ/জেআইএম
Advertisement