আমরা অনেকেই খাসির মাংস খেতে চাইনা। আবার অনেকে পছন্দ করেনা। কিন্তু আজ অমাদের রেসিপিটি হচ্ছে খাসির মাংসের। কুরবানির ঈদ আসছে তো দেখে নিন মজাদার খাসির মাংসের নতুন রেসিপি।উপকরণখাসির মাংস ১ কেজিপেঁয়াজ বেরেস্তা ২ কাপটক দই ১ কাপআদা বাটা ২ টেবিল চামচরশুন বাটা ১ চা চামচমরিচ গুঁড়ো ২ চা চামচজিরা গুঁড়ো ১ চা চামচগরম মশলা গুঁড়ো ২ চা চামচএলাচি বাটা হাফ চা চামচঘি ৪ টেবিল চামচলবণ স্বাদমত প্রণালি :১. একটি বাটিতে উপরের সব উপকরণ মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ থেকে ৩ ঘণ্টা । আগের দিন রাতে মেরিনেট করে ফ্রিজে রাখতে পারেন ! ২. এখন একটি হাঁড়িতে এই মাখানো মাংস মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিন ২ ঘণ্টার জন্য , মাঝে নাড়াচাড়া করে দিবেন। ৩. মাংস সিদ্ধ হয়ে আসলে উপরে অল্প মিহি কুচি আদা আর কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন, খাসীর মাংস থেকে অনেক তেল বের হয় তাই আমি অনেক কম ঘি দিয়ে করার চেষ্টা করেছি আপনারা চাইলে ঘি আর কম দিতে পারেন ।এইচএন/এমএস
Advertisement