জাতীয়

স্পিকার ও সাংসদ সাবেরকে বিএসএমএমইউ’র অভিনন্দন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিন্ডিকেটের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Advertisement

 

শনিবার বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫তম সভায় তাদের এ অভিনন্দন জানানো হয়। এছাড়া স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে সভায় সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ড. মো. মোজাম্মেল হোসেন, সংসদ সদস্য মো. মাহবুব আলী, সংসদ সদস্য ড. মো. রুস্তম আলী ফরাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, বিএমএ’র সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক সাহানা আখতার রহমান, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’র সভাপতি অধ্যাপক আবু সুফি আহমেদ আমিন, কমিউনিটি অফথালমোলজি বিভাগের অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রমুখ। -বাসস