এনামুল হোসেন রাজিব দেশের পঞ্চম গ্র্যান্ডমাস্টার হয়েছেন ১০ বছর আগে। দেশ পাঁচজন গ্র্যান্ডমাস্টার পাওয়ার পরও একটা জায়গায় ছিল অপূর্ণতা। গত ১০ বছরে কখনোই ৫ গ্র্যান্ডমাস্টারকে একসঙ্গে পায়নি ঘরোয়া দাবার সর্বোচ্চ টুর্নামেন্ট জাতীয় চ্যাম্পিয়নশিপ। এবার সেই অপূর্ণতা দূর করতে পেরেছে বাংলাদেশ দাবা ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি। ৪৫ তম জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন দেশের ৫ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হেসেন রাজিব।
Advertisement
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন অব বাংলাদেশ ভবন মিলনায়তনে শুরু হয়েছে ৪৫ তম জাতীয় চ্যাম্পিয়নশিপ। উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
প্রথম রাউন্ডে সর্বকনিষ্ট ৯ বছর বয়সী চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে পরাজিত করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। নীড় কালো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার নাসিরের ইংলিশ ওপেনিংয়ের বিরুদ্ধে খেলে ৪১ চালে জয়ী হন। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সাথে ও তিতাস ক্লাবের সোহেল চৌধুরী বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব শেখ রাসেল চেস ক্লাবের অনত চৌধুরীকে, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেনকে, বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরণকে হারিয়েছেন।
Advertisement
আরআই/এমএমআর/এমএসএইচ