সৌদি আরবের মিনায় ঈদের দিনে পদদলিত হয়ে ৭১৭ হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত শতাধিক হাজি। সৌদি সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কর্মকর্তারা জানান, ঈদের দিনে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় হাজিদের ভিড়ে পদদলিত হয়ে ৭১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই অন্তত চার হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহত হাজিদের চিকিৎসার জন্য স্থানীয় চারটি হাসপাতালে জরুরি বিভাগ খোলা হয়েছে। এছাড়া আহতদের চিৎিসার জন্য ১৮০টি ছোট ক্লিনিক চালু করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে পবিত্র মসজিদুল হারামে সংস্কারকাজে নিয়োজিত একটি ক্রেন দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো অন্তত ৩৩১ হাজি। সেসময় নিহত হাজিদের পরিবারকে দুই কোটি আট লাখ টাকা (১০ লাখ সৌদি রিয়াল) ও স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়া হাজিদের পরিবারকে পাঁচ লাখ রিয়াল (বাংলাদেশি এক কোটি ৪ লাখ টাকা ) দেয়ার ঘোষণা দেয় সৌদি সরকার। দেখুন ছবিতে...# মিনায় পদদলিত হয়ে মৃত্যুর ভিডিওএসআইএস/এমএস
Advertisement