ক্যাম্পাস

মোবাইল চুরির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ, ছাত্রলীগের বাধা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের ১৪৭ ও ২৫০ নম্বর কক্ষ থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাত ১১টার দিকে হলের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদের বাধা দেন এবং ধমক দিয়ে ভেতরে পাঠিয়ে দেন। ঘটনার ছবি তুলতে গেলে এক সাংবাদিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন মন্ডল।

Advertisement

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মতিহার হলের ১৪৭ ও ২৫০ নম্বর কক্ষ থেকে দুটি মোবাইল ফোন কে বা কারা চুরি করে৷ এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা হল গেটে অবস্থান নেন এবং গেটে তালা লাগিয়ে দেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ধমক দিয়ে বিক্ষোভকারীদের তাড়িয়ে দেন।

একপর্যায়ে ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ হোসেন ছবি তুলতে গেলে তাকে ধাক্কা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন মন্ডল। তিনি রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

শিক্ষার্থীরা বলেন, হল থেকে ফোন চুরি হয়ে যাওয়ায় আমরা গেটে বিক্ষোভ শুরু করি এবং প্রাধ্যক্ষ স্যারের অপেক্ষায় থাকি। কিন্তু এর মধ্যে ছাত্রলীগের নেতারা এসে আমাদের ধমকাতে শুরু করেন এবং বাজে ব্যবহার করেন। শেষে আমাদের ভেতরে পাঠিয়ে দেন। এছাড়া এ ঘটনার আগে সন্ধ্যায় হলের তৃতীয় ব্লকে এসে ছাত্রলীগ নেতা মোহন মন্ডল সিনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং লাঠি নিয়ে মারতে আসেন।

Advertisement

হলের আবাসিক শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আমরা সবাই এক সঙ্গে হল গেটে গেলে আমাকে ছাত্রলীগ নেতা মোহন ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে বলেন এবং আমাকে ধমকাতে শুরু করেন। একপর্যায়ে তিনি আমাকে বলেন- আপনি কে? আপানকে এখনই পুলিশে তুলে দিবো- এসব বলে ধমকাতে থাকেন। এর আগেও ছাত্রলীগ নেতা মোহন আমার ব্লকে গিয়ে চেঁচামেচি করে সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করেন।

সাংবাদিক মুজাহিদ হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে ছাত্রলীগ কর্মীরা এসে বাধা দেয়। আমি ছবি তুলতে গেলে আমাকেও বাধা দেয়া হয়। এছাড়াও তৃতীয় ব্লকের সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করার সময় ছাত্রলীগ নেতা মোহনের সঙ্গে আমি কথা বলতে গেলে তিনি আমার ওপর রেগে যান। বলেন- আপনি কে? আপনাকে কেন এসব উত্তর দিতে যাব।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মোহন মন্ডল বলেন, হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে হল গেটে আসি। সেখানে দেখি হলের গেট বন্ধ করে চিল্লাচিল্লি করছে কিছু শিক্ষার্থী। আতঙ্কিত হয়ে পড়ি আমি। তখন হল গেট আটকানো কেন জানতে চেয়ে হল গেট খুলে দেই। এরপর দেখি এক ভাই ছবি তুলতেছে। আমি তার এটেনশন নেয়ার জন্য আলতো করে হাত দিয়েছিলাম। সেখানে ধাক্কাধাক্কির কিছু হয়নি।

এ বিষয়ে মতিহার হলের প্রাধ্যক্ষ মুসতাক আহমেদ বলেন, ঘটনাটি শুনে আমি হলে গিয়েছি। হল থেকে মোবাইল চুরি হওয়া অবশ্যই নিন্দনীয় কাজ। তারা ক্ষোভে বিক্ষোভ করতেই পারে। এতে ছাত্রলীগের ছেলেরা বাধা দেয়ার কেউ না। আমি বিষয়টি দেখছি।

Advertisement

সালমান শাকিল/আরএআর/এমএস