সরকারের দেয়া বিনামূল্যে বিতরণের জন্য দেয়া ভিজিএফের ৫০ কেজি ওজনের ২০ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও পুলিশ ওই চাল উদ্ধার এবং উক্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের ইউপি সদস্য অহিদুল ইসলামকে আটক করে। তবে আটক ইউপি সদস্য তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তার ওয়ার্ডের ৩৭০টি ভিজিএফের কার্ডের কার্ডধারীরা তারা সকলেই বুধবার দুপুরে তাদের প্রাপ্য ১০ কেজি করে চাল উত্তোলন করে নিয়ে গেছে। আটক চাল তার নয়। তিনি বলেন, আটক চালগুলো হলো ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের ইউপি সদস্য হোসেন আলী ও ৯ নম্বর ওয়াডের ইউপি সদস্য মনছুর আলীর। এলাকার একটি চক্র ঘটনাটি ভিন্নখাতে প্রবাহে তার উপর দোষ চাপিয়ে ফায়দা লুটছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাটি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান এ ঘটনার সঙ্গে আটক ইউপি সদস্য জড়িত নয়। কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জাগো নিউজকে বলেন, ভিজিএফের ২০ বস্তা চালসহ ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় দিয়েছে। জাহেদুল ইসলাম/এমএএস/এমএস
Advertisement