জাতীয়

এক গরুর কসাই খরচ ২ লাখ ৪০ হাজার টাকা

এক গরু কাটার কসাই খরচ ২ লাখ ৪০ হাজার টাকা। তাহলে গরুটির দাম কত? হাজারে দুইশ টাকা দরের কসাই ফি অনুসারে গরুটির মুল্য ১২ লাখ টাকা। বাস্তবে হাজী আশ্রাফ নামে এক ব্যক্তি গরুটি কিনেছেন ১৩ লাখ টাকা দিয়ে। রাজধানীর কচুক্ষেত বাজারের পরিচিত কসাই বলে হাজী আশ্রাফকে ২০ হাজার টাকা ডিসকাউন্ট বা ছাড় দিয়েছেন।ঘটনার নায়ক হাজী আশ্রাফ রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা। পেশায় নির্মাণ ঠিকাদার। ধর্মে-কর্মে বিশ্বাস করেন শতভাগ। অন্যান্য বছরের মতো এবারো তিনি একটি বড় আকৃতিরসহ মোট ১০টি গরু ও ২০টি ছাগল কোরবানি করার প্রস্তুতি নিয়েছেন।  বুধবার থেকে বাড়ির সামনে নানা সাজে সজ্জিত কোরবানির পশুগুলো দেখতে দিন ভর ছিল উৎসুক জনতার ভিড়।তবে কেউ কেউ হাজী আশ্রাফের এই কোরবানিকে লোক দেখানো বলেও মন্তব্য করেছেন। তাদের মতে, তিনি যাদের গোস্ত খাওয়ানোর জন্যে বিশাল অংক খরচ করছেন। তাদের অনেকেই টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না। সামান্য ক’ বেলা গোস্ত না খাইয়ে সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করলে কতই না ভালো হতো।আরএম/এমএস

Advertisement