ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা বিক্রি করতে রাজি না হওয়ায় দুই মেয়ের সামনে এক বাবাকে হাত-পা বেঁধে উলঙ্গ করে নির্যাতনকারী মো. হাসানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট ফরিদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
Advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর রথীন্দ্রনার্থ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার রাতে ডাকাতি মামলায় পুলিশ হাসানকে গ্রেফতারের পর জসিমকে উলঙ্গ করে নির্যাতনের ওই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও-তে দেখা যায়, হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন এক ব্যক্তি। সেখানে নির্যাতন করা হাসান ওই ব্যক্তির হাত-পা আরও ভালোভাবে বাঁধার চেষ্টা করছেন। এ সময় ভুক্তভোগীর মেয়েরা বাবা মারা গেছে বলে কান্নাকাটি করলে তাদের ধমক দেয়া হয়। এমনকি পড়ে থাকা নিস্তেজ দেহকে লাঠি দিয়ে মারতেও দেখা যায়।
Advertisement
এরপর সোমবার জমিসের স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
জুয়েল সাহা বিকাশ/এমবিআর/এমকেএইচ