সাতক্ষীরার তালা উপজেলার বন বিভাগের অফিস শুধু নামেই রয়েছে। বাস্তবে ১০ বছরের বেশি সময় ধরে নেই কোনো অফিস কক্ষ। উপজেলা কৃষি কর্মকর্তার এক সময়ের পরিত্যক্ত অফিসটি ব্যবহার করতেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। কিছুদিন পর পরিত্যক্ত অফিসটি অকেজো হলে খোলা আকাশের নিচে কার্যক্রম শুরু হয় বন বিভাগের।
Advertisement
জানা যায়, বন বিভাগের সুনির্দিষ্ট কোনো অফিস নেই। তবুও টিন দিয়ে ছোট একটি ঘরের ভেতরে অফিসের দায়িত্ব পালন করেন বন কর্মকর্তা। টিনের গোল ঘরটির চারপাশ ফাঁকা। নেই কোনো নিরাপদ বেষ্টনী। সেখানে রয়েছে একটি কাঠের চেয়ার ও একটি কাঠের টেবিল। নেই কোনো সরঞ্জাম। এক কথায় অস্তিত্বহীন বন বিভাগ।
এ বিষয়ে তালা উপজেলা বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অনেক আগের ভাঙা একটি অফিস ছিল। তবে সেটা ১০ বছর ধরে পরিত্যক্ত। ১০ বছর ধরে বন বিভাগের কোনো অফিস নেই। বর্তমানে টিনের যে ঘরটি দেখছেন তার চারপাশ ফাঁকা। সেখানে একটি চেয়ার, একটি টেবিল নিয়ে অফিস করি আমি।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের রাস্তা উঁচু করায় বন বিভাগের কর্মকর্তাদের বসার জায়গাটি বন্যায় প্লাবিত হয়। এক সময় সেখানে যাওয়ার রাস্তাও ছিল না। তবে এসব বিষয়ে ইউএনওর কাছে আবেদন করেছি। এ জায়গাটা উঁচু করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। পাশাপাশি বন বিভাগের নির্দিষ্ট অফিস বা জায়গার জন্য বিভাগীয় পর্যায়ে আবেদন করা হয়েছে।
Advertisement
এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এএম/পিআর