ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়ির খাবার খাওয়ানো হলো এতিম শিশুদের। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খালকুপা গ্রামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধের পর বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি কনের মামা ও মাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস জানান, তথ্য আপার মাধ্যমে আমরা জানতে পারি, উপজেলার খালকুলা গ্রামে মামা বাড়িতে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিয়ে বন্ধ করার পাশাপাশি ওই ছাত্রীর মামা ও মাকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পুনরায় এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন তার।
Advertisement
পরে অতিথিদের জন্য রান্না করা খাবার পার্শ্ববর্তী মালিপাড়া এবং অন্য একটি এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/এমকেএইচ
Advertisement