রাজনীতি

সুু-নির্দিষ্ট অভিযোগেই তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। দেশে আসা বা না আসার জন্য নয়। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরস্থ পিটিআই রোডে নিজ বাসভবনে গরীব দুস্থ্যদের মাঝে নগদ অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই সময়ে দেশের পত্র-পত্রিকা দেখলে বোঝা যাবে। সুতরাং তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেসব মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় গ্রেফতারকৃত জঙ্গিদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দিতে তার নাম বেরিয়ে এসেছে। তাই তারেক রহমান কত ভালো মানুষ তা দেশের মানুষ জানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বিদেশ যাওয়া প্রসঙ্গে হানিফ বলেন, সৈয়দ আশরাফ স্ব-পরিবারে ঈদ করতে লন্ডনে গেছেন। বিএনপির সঙ্গে তিনি বৈঠক করতে লন্ডনে গেছেন এ বিষয়টি যারা বলে তাদের চিন্তা-চেতনা নিয়ে আমার খুব সন্দেহ হয়। এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  আল-মামুন সাগর/ এমএএস/এমএস

Advertisement