আজ বৃহস্পতিবার দিনাজপুরের কয়েকটি এলাকায় ঈদুল আযহা পালিত হয়েছে। সকালে এসব এলাকার লোকজন ঈদের নামাজ পড়ে পশু কুরবানি করেছেন। জানা যায়, সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুর সদর উপজেলার পাহাড়পুর এলাকার কয়েকটি পরিবার, চিরিরবন্দর উপজেলার সাইতিরা রাবার ড্যাম এলাকার কয়েকটি পরিবার ও রানীরবন্দর নশরতপুর এলাকার কয়েকটি পরিবার এই ঈদুল আযহার জামাতে অংশগ্রহণ করেন। এরমধ্যে রানীরবন্দর নশরতপুর এলাকায় সবচেয়ে বড় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার, দিনাজপুরের খানসামা উপজেলার, বীরগঞ্জ উপজেলার ও সদরের দশমাইল এলাকার বেশ কয়েকটি পরিবার অংশগ্রহণ করে। রানীরবন্দর নশরতপুুর এলাকার ইশবউদ্দিন জানান, এই এলাকায় প্রতি বছর সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। তবে স্থানীয় কিছু এলাকাবাসী এর বিরোধীতা করে আসছে। এ নিয়ে গত বছরে কিছু সমস্যা হয়েছিল। একই কথা বললেন, হোসেন আলী। তিনি জানান, সৌদি আরবে আজ বৃহস্পতিবার ঈদুল আযহা অনুষ্ঠিত হচ্ছে তাই এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই এলাকার লোকজন বাংলাদেশে যেদিন ঈদ হবে তার আগের দিন ঈদ পালন করে। তিনি জানান, এলাকাবাসী শুনে বৃহস্পতিবার সৌদি আরবে ঈদ। তাই এখানেও বৃহস্পতিবার ঈদ পালন করেছেন। তারা একদিন আগে কুরবানি করেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানা পুলিশের ওসি আনিসুজ্জামান আনিস জানান, এসব এলাকার লোকজন তাদের রীতি অনুযায়ী গত কয়েক বছর থেকে সৌদির সঙ্গে ঈদুল আযহা পালন করে আসছে। ধর্মীয় এই ব্যাপারে কোনো বাধা নেই। তবে আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। এমদাদুল হক মিলন/ এমএএস/পিআর
Advertisement