সৌদি আরবের মিনায় ঈদের দিনে পদদলিত হয়ে অন্তত ২২০ হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শতাধিক হাজি। সৌদি সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কর্মকর্তারা জানান, ঈদের দিনে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় হাজিদের ভিড়ে পদদলিত হয়ে ২২০ জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই অন্তত চার হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা শুরু করেছে। এছাড়া আহত হাজিদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগ খোলা হয়েছে। এদিকে, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য জড়ো হয়েছিলেন। পাথর নিক্ষেপের আগে মক্কার কাছে মিনার ২০৪ নং সড়কের জামারাত সেতুর কাছে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সৌদি আরবে বর্তমানে হজের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় বিশ লাখ হাজি অবস্থান করছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে পবিত্র মসজিদুল হারামে সংস্কারকাজে নিয়োজিত একটি ক্রেন দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো অন্তত ৩৩১ হাজি। সেসময় নিহত হাজিদের পরিবারকে দুই কোটি আট লাখ টাকা (১০ লাখ সৌদি রিয়াল) ও স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়া হাজিদের পরিবারকে পাঁচ লাখ রিয়াল (বাংলাদেশি এক কোটি ৪ লাখ টাকা ) দেয়ার ঘোষণা দেয় সৌদি সরকার।এছাড়া ২০০৬ সালেও হজের সময় মিনায় পদদলিত হয়ে অন্তত ৩৬০ জন নিহত হয়। # মক্কায় ক্রেন ধস : নিহত শতাধিক (ভিডিও)এসআইএস/এমএস
Advertisement