খেলাধুলা

দল বাড়ছে বিপিএলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কয়টি দল খেলবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। এর আগে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, এবারে বিপিএলে ছয় দল অংশ নেবে।  কিন্তু এরপরে আবার জানানো হয় বিপিএলে যোগ হচ্ছে আরো একটি দল। আর নতুন এই ফ্রাঞ্চাইজি দূরন্ত রাজশাহীর মালিকানা নিতে পারে বলে গুঞ্জন উঠেছে। রাজশাহী দলের মালিকানার জন্য আগ্রহ প্রকাশ করেছে ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট। তারা ইতোমধ্যে বিসিবির সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে।ম্যাঙ্গো এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান শামিম আহসান জানিয়েছেন, ঈদের পর গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভাতেই তাদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।এর আগে বিপিএলের প্রথম দুই আসরে রাজশাহী খেললেও এবার কোনো প্রতিষ্ঠান মালিকানার জন্য আগ্রহ দেখায়নি। ফলে দেশের জনপ্রিয় এই আসর থেকে বাদ পড়ে যাওয়ার তালিকায় ছিলো রাজশাহী।এসআইএস/পিআর

Advertisement