জাতীয়

রূপনগরে বিস্ফোরণ : সেই বেলুন বিক্রেতা গ্রেফতার

রাজধানীর রূপনগরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে সাত শিশু নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বেলুন বিক্রেতা আবু সাইদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার রাতে তাকে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রূপনগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ঘটনার পর থেকেই আমরা বেলুন বিক্রেতাকে খুঁজছিলাম। রাতে খবর পাই তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি পুলিশি প্রহড়ায় চিকিৎসাধীন।

বুধবার মধ্যরাতে রূপনগর থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নম্বর ৩০। মামলায় বাদী হয় পুলিশ।

Advertisement

ওসি আবুল কালাম আজাদ বলছিলেন, বেলুন বিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে নরহত্যা তথা বিস্ফোরণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার রূপনগর থানার শিয়ালবাড়ি বস্তির শিশুরা গিয়েছিল বেলুন কিনতে। ভ্যানগাড়িতে করে বেলুন বিক্রি করতেন ওই বেলুনওয়ালা। সিলিন্ডারের গ্যাসে ফোলাতেন বেলুন। সেই সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। পথের মধ্যেই লাশ হয় চার শিশু। একজনের লাশ পাওয়া যায় বস্তিতে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে সাত শিশু। আহত হয় ১৭ জন।

নিহতরা হলো- শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪), রমজান (৮), নিহাদ ও রিয়া।

বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের আহাজারি ও আহতদের নিয়ে ছোটাছুটি শুরু হয়।

Advertisement

এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, এ ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। আহত ও নিহতদের পাশে দাঁড়াতে তিনি নির্দেশনা দেন।

এআর/জেইউ/জেডএ/জেআইএম