খেলাধুলা

বাংলাদেশ সফরে ছিটকে পড়লেন কামিন্স

বাংলাদেশ সফর শুরুর আগেই চোটের কারণে দল থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট্রিক কামিন্স। এই পেসারের জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার জেমস ফকনার। পিঠের চোটের কারণে ২২ বছর বয়সী কামিন্স বাংলাদেশ সফরে আসছেন না বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্সকে এখন দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। তবে কামিন্স বল হাতে আবার কবে ফিরতে পারবেন সে বিষয়ে পরিস্কার কিছু জানায়নি।কামিন্স ক্যারিয়ারের শুরু থেকেই কয়েকবার চোটে পড়েছেন। ২০১২-১৩ মৌসুমে একবার তার পিঠে চিড় ধরা পড়ে। এরপর ২০১৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন। কিন্তু পিঠের চোট তার পিছু ছাড়েনি। ২০১৩-১৪ মৌসুমে ঘরোয়া ক্রিকেটের অর্ধেক ম্যাচে খেলতে পারেননি তিনি।নির্বাচক রড মার্শ বলেন, এটা প্যাটের জন্য অত্যন্ত দূর্ভাগ্যজনক। আমি জানি সে কতটা হতাশ। ও তরুণ বোলার এবং অস্ট্রেলিয়ার হয়ে ওর ভবিষ্যত উজ্জ্বল। এদিকে কামিন্স চোট পাওয়ায় দলে জায়গা পেয়েছেন ফকনার। অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিয়মিত না হলেও সীমিত ওভারের ক্রিকেটে তাকে প্রায় সব ম্যাচেই দেখা যায়। কিন্তু জুলাইয়ে ইংলিশ কাউন্টিতে খেলার সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন ফকনার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে সাময়িক নিষিদ্ধ করে। তাই খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ার পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার অবসরে চলে যাওয়ায় টেস্টেও সুযোগ মিলেছে ফকনারের। রড মার্শ বলেন, ওয়ানডের মতো টেস্টেও সফল হবে প্যাট।এসআইএস/পিআর

Advertisement