আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। চাঁদ দেখার সময়ের তারতম্যের কারণে আজ এসব দেশে ঈদ উদযাপন করা হচ্ছে।কাতার, কুয়েত,সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, ওমান, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আজ ঈদুল আজহা পালিত হচ্ছে। এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,  শ্রীলংকা, তুর্কি, কাজাখস্তান, আজারবাইজান, ব্রুনেই ও লেবাননে এবং আফ্রিকার দেশগুলির মধ্যে মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, মরক্কো ও উগান্ডায় আজ ঈদ উদযাপিত হচ্ছে। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে করে ১৩ তারিখ পর্যন্ত ঈদুল আজহা উদযাপন করা হয়।এদিকে, সৌদি আরবে বুধবার আরাফাত ময়দানে অবস্থান ও মুজদালিফায় রাত্রিযাপনের পর আজ মিনায় পশু কুরবানি করছেন হাজিরা। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে নিউয়র্কের স্কুলগুলোতে আজই প্রথমবারের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।এসকেডি/পিআর

Advertisement