জাতীয়

বিস্ফোরণে দগ্ধ-আহত ১৫ জন ঢামেকে

রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ-আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনই শিশু, দুজন পুরুষ এবং একজন নারী।

Advertisement

এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

তিনি জানান, সিয়াম নামের এক শিশুর শরীর পুড়ে গেছে। জান্নাতী নামের এক নারীর হাত পুড়ে গেছে। বাকিরা সিলিন্ডারের বিস্ফোরণে আহত হয়েছেন।

দগ্ধ ও আহতরা হলেন- জুয়েল (২৫), সোহেল (২৬), জান্নাতী (২৫), তার বোন তানিয়া (৮), ভাই বায়েজিদ (৫), জামেলা (৭), অজ্ঞাত পরিচয় শিশু (৫) (তার অবস্থা আশঙ্কাজনক), মীম (৮), অজুফা (৯), মোস্তাকিম (৮), মোরসালিনা (৯), নিহাদ (৮), অর্নব ওরফে রাকিব (১০), জনি (১০) ও সিয়াম (১১)।

Advertisement

বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ওই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, রূপনগরের ১১ নম্বর রোডে আগুন লেগেছে শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। এখন আহত ও দগ্ধদের উদ্ধার করা হচ্ছে।

রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লাগে।

এআর/জেডএ/এমএস

Advertisement