দেশজুড়ে

কুমিল্লায় সন্ত্রাসী কিসলু গ্রেফতার : পিস্তল-গুলি উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে শিশু জোবায়েরের উপর গুলিবর্ষণকারী সন্ত্রাসী কিসলুকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার ভোর রাতে বি. বাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে কিসলুর স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার বনকোট গ্রামে তার বাড়ির রান্না ঘর থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান। দুপুরে কিসলুকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে বলেও জানান তিনি।  এর আগে গত ৪ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বনকোট জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গুনাইঘর (উত্তর) ইউনিয়ন আ’লীগ সভাপতি মকবুল হোসেন মুকুলকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী নূর মোহাম্মদ কিসলু। কিন্তু ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা জোবায়ের আহাম্মদ (৯) নামের এক শিশুর পায়ে বিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়। আহত ওই শিশু একই গ্রামের শামীম আহম্মদের ছেলে। ঘটনার রাতেই আ’লীগ নেতা মুকুল বাদী হয়ে অস্ত্রধারী সন্ত্রাসী কিসলুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর বাড়ির রান্না ঘরে অস্ত্রটি লুকিয়ে রেখে আত্মগোপনে চলে যায় কিসলু। বুধবার ভোর রাতে বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর এলাকা তাকে গ্রেফতার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে গুলি করার কথা স্বীকার করে। পরে গভীর রাতে তারই স্বীকারোক্তির ভিত্তিতে তাকে নিয়ে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘর থেকে ৩ রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। কামাল উদ্দিন/এসএইচএস/পিআর

Advertisement