দেশজুড়ে

মুসল্লিদের বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ মাঠ

মুসল্লিদের বরণ করেতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ। জেলার সবচেয়ে বড় এ ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি। শুক্রবার সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরের ট্যাঙ্কের পাড় ঈদগাহ মাঠ, সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণ, কাউতলী শেরপুর ঈদগাহ মাঠ, ভাদুঘর ঈদগাহ্ মাঠসহ জেলার সবকটি উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এ ব্যাপারে জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, ইতোমধ্যে জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে যথাসময়ে জেলা জামে মসজিদে (বড় মসজিদ) ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।এদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকছে জেলা পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জণ ঘোষ জাগো নিউজকে জানান, মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ঈদগাহ মাঠের পাশাপাশি ঝুঁকিপূর্ণ সব ঈদগাহগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া ঈদের দিন সকাল থেকেই পুলিশের মোবাইল পেট্রল টিম, স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করবেন।আজিজুল আলম সঞ্চয়/এসকেডি/পিআর

Advertisement