খেলাধুলা

বাংলাদেশের সংগ্রহ ২৫/১

জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।ইনিংসের প্রথম ওভারেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেছেন পেসার শাহাদাত হোসেন। ১৯ মাস পর জাতীয় দলে জায়গা পাওয়া শাহাদাত ইনিংসের পঞ্চম বলে ভুসিমুজি সিবান্দাকে (৬) সাজঘরে ফেরত পাঠান। উইকেটের পেছনে ক্যাচটি ধরেন মুশফিকুর রহিম।এরপর ইনিংসের ১২তম ও ব্যক্তিগত তৃতীয় ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফেরত পাঠান সাকিব আল হাসান। মিড অফে মাসাকাদজার ক্যাচটি ধরেন অভিষিক্ত জুবায়ের হোসেন লিখন। ৩২ বলে ১৩ রান করেন মাসাকাদজা।লাঞ্চের বিরতি শেষে মাঠে নামেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান সিকান্দার রাজা  ও ব্রেন্ডন টেলর। দলীয় ৮৩ রানের মাথায় জিম্বাবুয়ের অধিনায়ক টেলরকে সাজঘরে ফেরান অভিষিক্ত জুরায়ের হোসেন লিখন। এর মধ্য দিয়ে স্বপ্নের অভিষেক হলো বাংলাদেশি এই তরুণ স্পিনারের।এদিকে, হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৫১)। তাকে যোগ্য সঙ্গ দেন এলটন চিগুম্বুরা (২৫)। তবে রাজার ছন্দে আঘাত দিয়েছেন জুবায়ের। ব্যক্তিগত ৫১ রানের মাথায় জুবায়েরের শিকার হয়ে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা।১৪২ রানের মাথায় জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন হয়। সাকিব আল হাসানের শিকার হয়ে বিদায় নেন এলটন চিগুম্বুরা (২৯)। ষষ্ঠ উইকেটে রেজিস চাকাভাকে নিয়ে এগিয়ে যান ক্রেগ আরভিন। দ্বিতীয় সেশন শেষে জিম্বাবুয়ের ঝুলিতে জমা পড়ে ১৭৯ রান।অবশেষে  উইকেটের দেখা পান তাইজুল ইসলাম। তিনি ফিরিয়েছেন ক্রেগ আরভিনকে (৩৪)। জিম্বাবুয়ের স্কোরসিটে ২০০ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ বেছে নিলেন চাকাভা (২৫)। সাকিব আল হাসানের বলে শামসুর রহমানের হাতে ক্যাচ দিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার। এরপর ব্যক্তিগত ১৪ রানের মাথায় সাকিবের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন জন নিয়ম্বু। এরপর সাকিবের শিকার হন পানিয়াঙ্গারা (৮)। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ১২তম ও জিম্বাবুয়ের সঙ্গে প্রথমবারে মতো ৫ উইকেট পেলেন সাকিব।জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তাফাজওয়া কামুঙ্গোজি (৫)। এটি সাকিবের ষষ্ঠ উইকেট শিকার। ১৪ রান নিয়ে অপরাজিত ছিলেন চাতারা। এরপর নিজেদের প্রথম ইনিংসের যাত্রাটা ভালো করতে পারেনি বাংলাদেশ।  দলীয় ১০ রানের মাথায় বিদায় নিয়েছেন তামিম ইকবাল (৫)। তিনাশে পানিয়াঙ্গারার শিকার হয়েছেন বাংলাদেশের এই মারকুটে ওপেনার।

Advertisement