ধর্ম

অসুস্থ ব্যক্তিকে যে দোয়া পড়ে ঝাঁড়-ফুক করবেন

অনেক কারণেই মানুষের কষ্ট হতাশা ও দুঃখবোধ হতে পারে। মানুষের সব কষ্টদায়ক কাজে প্রশান্তি ও নিরাপত্তা লাভে রয়েছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়া। যে দোয়ার আমল করলে সব কষ্টদায়ক কাজ থেকে মুক্তি পাবে মানুষ। হাদিসে এসেছে-

Advertisement

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একবার জিবরিল আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, ‘হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কি অসুস্থতাবোধ করছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘হ্যাঁ’। জিবরিল আলাইহিস সালাম (তখন এ দোয়া পড়ে ঝাড়লেন) বললেন-

بِسْمِ اللهِ أرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنٍ حاَسِدٍ اللهُ يَشْفِيْكَ بِسْمِ اللهِ أرْقِيْكَ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আরক্বিকা মিং কুল্লি শাইয়িন ইয়ুজিকা ওয়া মিন সাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরক্বিকা।’ (মুসলিম, মিশকাত)অর্থ : আল্লাহর নামে কষ্ট দানকারীর সব অনিষ্টতা থেকে আপনাকে ঝাঁড়-ফুক করছি। হিংসুক ব্যক্তির কুদৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর নামে আপনাকে ঝাঁড়-ফুক করছি। আল্লাহ আপনাকে আরোগ্য দান করতেই তার নামে ঝাঁড়-ফুক করছি।’

Advertisement

হাদিসের নির্দেশনা অনুযায়ী অসুস্থতা বোধ করলে আল্লাহর নামে এ দোয়া পড়ে ঝাঁড়-ফুক করলেই সব কষ্টদায়ক বিষয় থেকে মুক্ত থাকা যায। যা হজরত জিবরিল আলাইহিস সালাম করেছিলেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী জিবরিল আলাইহিস সালামের মতো এ আমলটি যথাযথভাবে করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

Advertisement