প্রশ্নপত্র ফাঁস এবং ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে পরীক্ষার্থীদের পোশাকের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চিন্তা ভাবনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।কর্তৃপক্ষ বলছে, গতবছর জালিয়াতি রোধে ভর্তি পরীক্ষায় ২০টির বেশি প্রশ্নপত্রের সেট তেরি করা হয়েছিল। কিন্তু তাতেও ঠেকানো যায়নি জালিয়াতদের। ফলে কর্তৃপক্ষ এবার ড্রেস-কোড এর চিন্তাভাবনা করছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান বলেন, মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ যাতে পরীক্ষার হলে ঢুকতে না পারে , সেজন্য পরীক্ষাকেন্দ্রে ছেলেদের ফুলহাতা শার্ট ও জুতা-মোজার পরার ওপর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর ‘বি’, ১৬ অক্টোবর ‘সি’, ৩০ অক্টোবর ‘এ’, ৬ নভেম্বর ‘ডি’ এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা শুরু হবে বিকাল ৩টায়।এসকেডি/পিআর
Advertisement