দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার ব্যক্তিমালিকানাধীন প্রাইভেট গাড়ির তথ্য চেয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-কে চিঠি দিয়েছে। সম্প্রতি বিআরটিএর চেয়ারম্যান বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।
Advertisement
দুদক কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান স্বাক্ষরিত চিঠিতে ২৫০০ বা তদূর্ধ্ব সিসির ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপ গাড়িসমূহের ব্র্যান্ডের নামসহ অন্যান্য তথ্যাদি সংযোজনপূর্বক নতুন করে তালিকা তৈরি করে পাঁচ কার্যদিবসের মধ্যে দুদকে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এসব গাড়ি নতুন নাকি রিকন্ডিশন সে তথ্যও তালিকায় সন্নিবেশ করতে হবে। ইতোপূর্বে বিআরটিএ কর্তৃক প্রেরিত তালিকায় এ জাতীয় তথ্য সন্নিবেশিত না থাকায় কমিশন তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং এসব তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয়। এ কারণেই মহাপরিচালকের নির্দেশে এ পত্র প্রেরণ করা হয়।
জালিয়াতির মাধ্যমে কার্নেট ডি প্যাসেজ সুবিধায় আনীত বেশ কিছু বিলাসবহুল গাড়ি ভুয়া রেকর্ডপত্রের ভিত্তিতে বিআরিটিএতে রেজিস্ট্রেশন হয়েছে মর্মে অভিযোগে দুর্নীতি দমন কমিশন তা অনুসন্ধান বা তদন্ত করছে।
Advertisement
এমইউ/আরএস/জেআইএম