ধর্ম

ঈদুল আজহার দিনের করণীয় কাজ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদুল আজহা মানে আত্মত্যাগ, উৎসর্গের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন। ঈদুল আজহার রয়েছে কিছু গুরুত্বপূর্ণ করণীয় কাজ। জাগো নিউজে তা তুলে ধরা হলো-১. সাধ্য ও সামর্থ্যানুযায়ী শারিয়ত সম্মতভাবে সাজ-পোশাকের ব্যবস্থা করা এবং খুশী ও আনন্দ প্রকাশ করা।২. খুব ভোরে ঘুম থেকে ওঠে ফজর আদায় করা। সম্ভব হলে শেষ রাতে ওঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা। কারণ এ রাতের  মর্যাদা অত্যাধিক।৩. মিসওয়াক করা।৪. ফজরের নামাযের পর ঈদের নামাজের জন্য গোসল করা।৫. যথা সম্ভব উত্তম ও পরিচ্ছন্ন কাপড়-চোপড় পরিধান করা।৬. সুগন্ধি ব্যবহার করা।৭. সকাল সকাল ঈদগাহে যাওয়া।৮. ঈদগাহে কিছু না খেয়ে যাওয়া এবং কুরবানির গোশত দ্বারা সে দিনের খানা শুরু করা মুস্তাহাব।৯. ঈদের নামাজ ঈদগাহে পড়া।১০. ওজর না থাকলে, পায়ে হেটে এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে বাড়ি ফেরা।১১. ঈদগাহে যাবার সময় তাকবিরে তাশরিক উচ্চস্বরে পড়া সুন্নাত।১২. ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতর হতে অধিক সকালে পড়া।১৩. ঈদের নামাজ আদায়ের পর নিসাব পরিমাণ মালের মালিকের ওপর কুরবানি করা ওয়াজিব।১৪. ঈদের নামাজের আগে ঘরে বা ঈদগাহে নফল নামাজ না পড়া।১৫. আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেয়া ও তাদের বাড়ীতে বেড়াতে যাওয়া এবং আত্মীয়-স্বজনকে দাওয়াত দেয়া।পরিশেষে...সর্বক্ষেত্রে ত্যাগ ও উৎসর্গের মানসিকতা প্রকাশ করা। শুধু কুরবানির ত্যাগই নয়; প্রতিটি ব্যক্তির চলা-ফেরায়, ওঠা-বসায়, নামাজ-রোজায়, ইবাদত-বন্দেগিতে, সবক্ষেত্রে ত্যাগের জলন্ত দৃষ্টান্ত স্থাপনই ঈদুল আজহার শিক্ষা। আল্লাহ সমগ্র মুসলিম মিল্লাতকে ঈদুল আজহার করণীয় কাজগুলো আদায় করার তাওফিক দান করুন। আমিন।জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/পিআর

Advertisement