পবিত্র ঈদুল আজহার দিনে দেশের বেশির ভাগ স্থান শুষ্ক থাকতেত পারে। তবে দিনের কিছু সময় রাজধানী ঢাকাসহ কোথাও কোথাও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। বুধবার আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।অধিদফতর সূত্র জানায়, ঈদের দিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। আকাশ সারাদিন রৌদ্রোজ্জ্বল না থাকলেও মেঘাচ্ছন্ন থাকবে না।এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকা শুষ্ক থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।বিএ
Advertisement