জাতীয়

অক্টোবরে হামলার পরিকল্পনা ছিল হরকাতুল জিহাদের

অক্টোবর মাসেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা ছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি)। আটককৃত হুজির চার সদস্য এই স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।শুক্রবার গভীর রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোমাসহ হুজির চার সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, আটককৃতরা প্রথমে আগস্ট মাসে জেএমবি স্টাইলে দেশের কয়েকটি স্থালে হামলার পরিকল্পনা করে। কিন্তু আগস্ট মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তৎপর থাকার কারণে সিধান্ত পরিববর্তন করে। সেপ্টেম্বরে ঈদ-পূজা থাকায় হামলা করে নি। হামলার জন্য তারা এ মাসই নির্ধারণ করেছিল।

Advertisement