লাইফস্টাইল

মজাদার রসুন ভর্তা তৈরির রেসিপি

গরম ভাতে সুস্বাদু ভর্তার কোনো পদ হলে আর কথা নেই! গপাগপ কখন যে সাবাড় হয়ে যাবে, টেরই পাবেন না! ভর্তা মানেই জিভে জল। ঝাল ঝাল রসুন ভর্তার স্বাদ ও সুগন্ধ ভোলার নয়। চলুন জেনে নেই রসুন ভর্তা তৈরির সহজ রেসিপি-

Advertisement

উপকরণ:রসুন ২৫০ গ্রামপেঁয়াজ কুচি ১ কাপধনেপাতা কুচি ১/৪ কাপকাঁচামরিচ ৪টিশুকনা মরিচ ২টিসরিষার তেল ১ চা চামচলবণ স্বাদমতোসয়াবিন তেল ভাজার জন্য

প্রণালি:রসুনের কোয়াগুলো আলাদা করে টেলে নিন। মাঝারি আঁচে ভালো করে নাড়তে হবে। টেলে নেয়া হলে হালকা গরম অবস্থায়ই খোসা ছাড়িয়ে নিন। হাত দিয়ে চটকে ভর্তা করুন রসুন।

কড়াইয়ে সয়াবিন তেল গরম করুন। শুকনা মরিচ সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হলে রসুন, কাঁচামরিচ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে কয়েক মিনিট ভাজুন। ধনেপাতা কুচি দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন। চুলা বন্ধ করে সরিষার তেল দিয়ে নেড়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার রসুন ভর্তা।

Advertisement

এইচএন/এমএস