ক্যাসিনো কর্মকাণ্ডে জড়িতের অভিযোগে গ্রেফতার লোকমান হোসেন ভূঁইয়াকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে দ্রুত সরিয়ে দেয়া উচিত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
Advertisement
মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার পরও লোকমান এখন বিসিবির পরিচালক হিসেবে বহাল রয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বোর্ড তাদের গঠনতন্ত্র অনুযায়ী চলে, আইসিসির নিয়ম অনুযায়ী চলে। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে সে ক্যাসিনো কাণ্ডে সে জড়িত। এখন তাকে রেখে দেয়া, এটা মানুষ ভালো চোখে দেখছে না। অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। মানুষ যেটা সন্দেহের চোখে দেখছে, আমার মনে হয় দ্রুত তাকে পদ থেকে সরিয়ে দেয়া উচিত। পরবর্তী সময়ে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন সেটা দেখা যাবে। তার টাকা পাচারের বিষয়টিও উঠে এসেছে। আমি মনে করি নীতিগতভাবে তাকে সরিয়ে দেয়া উচিত।’
আপনি কী বিসিবির সভাপতির সঙ্গে এটা নিয়ে কথা বলেছেন- এ বিষয়ে জাহিদ আহসান বলেন, ‘আমি বলেছি, যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত।’
Advertisement
উনি কী বলেছেন- জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ওনারা দেখছেন, আমাকে বলেছেন।’
অনেক দিন তো হয়ে গেল- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এরপর যেহেতু আরও কয়েকটি ঘটনা চলে আসছে, এই কথাগুলো আর উঠেনি। ধর্মঘটের বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছি, যাতে দ্রুত সমাধান হয়। খেলোয়াড়রা দেশের সম্পদ, তাদের রক্ষা করাও আমাদের দায়িত্ব। আমার অবশ্যই তাদের পাশে আছি। যদি কোনো অন্যায় তারা না করে থাকে, তাদের যেন অন্যায়ভাবে শাস্তি না দেয়া হয়, এ বিষয়ে চেষ্টা করব। ক্রিকেট বোর্ডকেও নির্দেশ দিয়েছি, তারা সার্বক্ষণিকভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ করে যেন বিষয়টির দ্রুত সুরহা করে।’
সম্প্রতি ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেটে যে সমস্যা তৈরি হয়েছিল প্লেয়াররা যে আন্দোলনের পথে গিয়েছিল। সেটার তো সমাধান হয়েছে। তাদের বেশিরভাগ দাবি পূরণ করা হয়েছে। তারা ইতোমধ্যে প্র্যাকটিস করছে, ক্যাম্পেও ফিরে এসেছে।’
‘আপনারা হয়তো আরও একটি বিষয় জানতে চেয়েছেন, সাকিবের যে বিষয়টি মিডিয়ায় এসেছে। এ বিষয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কারণ এটি নিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে কথা বলেছি। অন্যদের সঙ্গেও কথা বলেছি, তাদের কাছেও এ বিষয়ে কোনো কিছু নেই। তারা বলছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট এটি তদন্ত করছে, তারা আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডকে কিছু জানায়নি।’
Advertisement
তিনি বলেন, ‘আমি তাদের (বিসিবি) বলেছি তারা (আইসিসি) যেহেতু আনুষ্ঠানিকভাবে জানায়নি, আপনাদের উচিত...। সামনে ভারতে ট্যুর রয়েছে, এ ট্যুর তো অনিশ্চয়তার মধ্যে থাকবে। যদি কোনো প্লেয়ার খেলে বা না খেলে…। আমাদের টিম ঘোষণারও একটা ব্যাপার আছে। আপনারাই উদ্যোগী হয়ে আইসিসির কাছে বিষয়টি অবগত হওয়ার জন্য জানতে চাইতে পারেন- ঘটনাটা কী, আসলে কী হতে যাচ্ছে।’
‘তারা (বিসিবি) আমাকে আশ্বস্ত করেছে আজকের মধ্যেই বিষয়টি তারা আইসিসি কাছে লিখবেন এবং আশা করছি আজকের মধ্যেই জানা যাবে যে কী হতে যাচ্ছে।’
অনেকে বলছেন ধর্মঘটে নেতৃত্ব দেয়ায় তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে- এ বিষয়ে জাহিদ আহসান রাসেল বলেন, ‘না, না। এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। বিষয়টি অনেক দিন ধরেই নাকি চলছিল। আমাদের খেলোয়াড়রাই বিষয়টি অবগত করেনি, এটা আমাকে ক্রিকেট বোর্ড জানিয়েছে। বিষয়টি যেহেতু আমার একেবাবে অজানা ছিল, পত্রিকায় দেখেই এটা আসলে আমি জানতে পেরেছি।’
‘জানতে পেরে ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। ক্রিকেট বোর্ড আমাকে বলেছে তারাও কিছু জানতেন না, তারা সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন। সাকিব বিষয়টি হালকাভাবে নিয়েছেন, হয়তো কিছু হবে না ভেবেছেন। এটা যে এতদূর এগিয়েছে, সেটা কেউই বুঝতে পারেনি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আইসিসি কোন ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এটা কোনো অথেনটিক রিপোর্ট নয়, তবে কোনো ধরনের যদি কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে, যেটাই হোক আমরা অবশ্যই সাকিবের পাশে থাকব। এটা থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটা আমরা চেষ্টা করব।’
তিনি বলেন, ‘এটা যেহেতু আইসিসির বিষয়, এটাতে আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবে বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে রেখেছি। এটা কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায় সেটা দেখছি।’
ভারত সফরের আগে এসব ঘটনা দলে প্রভাব ফেলবে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিবের কারণে দল ঘোষণাও একটু পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে না ঠিক, দল ঘোষণাটা....সাকিব থাকলে এক রকম হবে না থাকলে আরেক রকম হবে। এ কারণে সিদ্ধান্তহীনতায় আছে। এটার দ্রুত সমাধান না হলে ইন্ডিয়া ট্যুর নিয়ে সবার মধ্যে সংশয় থাকবে এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় এটা খুব দ্রুত কেটে যাবে।’
বিভিন্ন পর্যায় থেকে ক্রিকেট নিয়ে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আপনিও তাই মনে করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে রাসেল বলেন, ‘যেহেতু সামগ্রিক একটি বিষয় কাজ করছে। ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে আরও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত, ধর্মঘট, সাকিবের এই বিষয়টি সবকিছু মিলিয়ে আমার কাছে একটু ধোঁয়াশা লাগছে। এটা ঠিক আছে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা শিগগিরই কেটে যাবে।’
আরএমএম/এএইচ/পিআর